• সোমবার, ১২ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

সিলেটে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট / ৬ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

সিলেটের কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন আহমদকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (১১ মে) দুপুরে তাকে মারধরের ঘটনাটি ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনকে দুপুরে চটি গ্রামে সংবর্ধনা দেয়ার কথা ছিল। সেখানে যাওয়ার উদ্দেশ্যে তিনি বের হয়েছিলেন। এ সময় এলাকার মসজিদে গেলে কিছু বিক্ষুব্ধ মানুষ তাকে মারধর করে।

পরে সেখান থেকে তাকে উপজেলা বিএনপি সভাপতি মামুনুর রশীদের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে বসে বেশ কিছু সময় আলাপ হয়। এ সময় সেখানে এলাকার মানুষজনও উপস্থিত ছিলেন। পরে বিকেল তিনটার দিকে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category