• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রদলের দুই সভাপতিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার / ১০ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সিলেট নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে নিজদলের প্রতিপক্ষকে হামলার সময় দুই কলেজ ছাত্রদল সভাপতিকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার রাতে টিলাগড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র সত্যতা নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন, গ্রীনহিল স্টেট কলেজের ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন (২৭) ও শাহজালাল সিটি কলেজের সভাপতি মোরসালিন আহমদ আসপিয়া (১৯)। এই সময় তাদের কাছ থেকে দুটি ধারালো দা উদ্ধার করা হয়। আটককৃতদের শাহপরান থানায় হস্থান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি প্রার্থী মিনহাজ শিকদার টিলাগড় পয়েন্টে টিলাগড় মসজিদ মার্কেটের ২য় তলায় সরকারি কলেজের জুনিয়রদের দুই পক্ষের বিরোধ মীমাংসা করার জন্য বৈঠক করেন। বৈঠক শেষ হওয়ার পরপরই নিজ দলের প্রতিপক্ষের লোকজন মিনহাজ শিকদারকে আক্রমণ করে মরধর করে। তখন তিনি মোবাইলে কল করে নিজ গ্রুপের কর্মীদের আসার আহ্বান জানান। তখন সেনাবাহিনী কর্তৃক আটক দুইজন হাতে দা নিয়ে মিনহাজ শিকদারকে উদ্ধারের জন্য যাওয়ার পথে সেনাবাহিনী দেখে দৌড়ে পালানোর সময় মোরছালিন আহমেদ আসপিয়া পড়ে গিয়ে তার বাম পা ভেঙে যায় এবং অপরজন রাস্তার ওপর পরে গেলে সেনাবাহিনী টিলাগড় পয়েন্টে উভয়কে দাসহ আটক করে শাহপরান থানায় নিয়ে যায়। উভয়কে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনী ধারালো দা সহ দুইজনকে আটক করে শাহপরান থানায় হস্থান্তর করেছে। দৌঁড়ে পড়ে গিয়ে আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category