আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে সিলেটে বিশাল গণমিছিল করেছে সিলেট মহানগর ছাত্র শিবির।
শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বিগত আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচারের দাবি জানানো হয়। এছাড়া জুলাই ছাত্র জনতার আন্দোলনে গনহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।