• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

সিলেটে ট্রেনে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক ২

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

সিলেটে দিন দুপুরে ট্রেনের ভেতর ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ছোরা জব্দ করা হয়।

শনিবার (০১ মার্চ) দুপুর ১টার দিকে মোগলাবাবাজার রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের একজনের নাম আলাল ও ইমন। একজনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে এবং আরেকজনের বাড়ি সিলেটে। তারা সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এবং ক্বীন ব্রীজের পাশে ভাসমান অবস্থায় বসবাস করে আসছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই দুই ছিনতাইকারী সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা ট্রেনে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তখন স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) নুরুল ইসলাম বলেন, ওই দুই জন ট্রেনের ছিনতাই করেছিল। এ সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি জানান, তাদেরকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ২ ছিনতাইকারীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category