• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

সিলেটে বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো

ডেস্ক রিপোর্ট / ৪৯ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে আজ বুধবার।

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নগরীরসহ জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক এমপি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

উল্লেখ্য, দেশজুড়ে চলছে বিএনপির মাঠের কর্মসূচি। ৮ দিনে দেশের ৬৪টি জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির এই কর্মসূচি।

কেন্দ্রীয় নির্দেশনায় সিলেটে আজ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর এটাই হবে সিলেটে বিএনপির বড় সমাবেশ। এতে ৩০ হাজারের অধিক লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। সিলেট রেজিস্ট্রি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category