সুনামগঞ্জের দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে দোয়ারাবাজারে নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের পুত্র ও স্থানীয় মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে একটি ট্রলি (গাড়ি) স্থানীয় নূরপুর নামক স্থানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। পথিমধ্যে গুরুতর আহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন মৃত্যুবরণ করে। আহত বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, ট্রলি দুর্ঘটনায় গুরুতর আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অপর দু’জন চিকিৎসাধীন রয়েছেন।