• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু

ডেস্ক রিপোর্ট / ১৩ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তার ওপর থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে সেনা সদস্যদের ওপর তারা চড়াও হয়।

রোববার সকাল ১০টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পুলিশ চেষ্টা করেও সড়ক থেকে তাদের সরাতে পারেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সাড়ে ১১টার সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেছেন। কারও কারও গায়ে হাত তোলা হয়েছে। বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ, স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে সড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। তখন সড়কের দুইদিকে অনেক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে সুনামগঞ্জ থানার পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, কিন্তু তারা অবরোধ তুলতে রাজি হননি। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে বলপ্রয়োগ করেন। এ সময় শিক্ষার্থীরা সেনা সদস্যদের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দেন।

সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবি আমরা শুনেছি। রাস্তা অবরোধ করায় আমরা বাধ্য হয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে ভেতরে দিয়েছি। কিছুটা বলপ্রয়োগ করে তাদের রাস্তা থেকে সরাতে বাধ্য হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category