• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

সেই ফিলিং স্টেশনে ফের বিস্ফোরণ, নিহত ২

ডেস্ক রিপোর্ট / ১০৭ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

লক্ষ্মীপুরে দুই মাসের ব্যবধানে একই ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে বাসের সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোরে লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর পৌরশহরের সাহাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে আবুল কালাম ও রামগতি উপজেলার চরবাদাম এলাকার বাসিন্দা ও বাসচালক রুবেল হোসেন। আহতরা হলেন- আবুল হোসেন, নাইম উদ্দিন। দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, স্থানীয় গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে ভোরে আল মদীনা নামের একটি বাস গ্যাস নিতে আসে। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে একজনের মাথার খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। আহত তিনজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। পথে আরও একজন মারা গেছেন।

গ্রিণ লিফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, বাসটির সিলিন্ডারে সমস্যা ছিল। তাই বিস্ফোরণ ঘটেছে। এতে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে একজন মারা গেছে। আহত তিনজনের মধ্যে দুজনের পা ও একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা ও নোয়াখালীতে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনজিত কুমার বলেন, গ্যাস সিলিন্ডারের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে একজন ঘটনাস্থলে মারা গেছে। তিনজন আহত হয়। বাসের গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে এই গ্যাস স্টেশনে মেঘনা পরিবহন নামে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন মারা যায়। এ সময় আহত হয় ২০ জন। এই নিয়ে গত দুই মাসে এ গ্যাস পাম্পে দুটি দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category