• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

স্ত্রী ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার ৭২ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

ডেস্ক রিপোর্ট / ১৬৩ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

পারিবারিক কলহের জেরে গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী এবং শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার পর ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান।

গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. রাহিল রানা ওরফে তানভীর (৩৫)। তিনি টাঙ্গাইলের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা বলেন, গত ১৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার রতনপুরে স্থানীয় মামুন মিয়ার টিনসেড বাড়িতে আসামি রাহিল রানা ওরফে তানভীরসহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা আসামি পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম স্ত্রী মোরশেদা (২২) এবং ভিকটিমের মা মোছা. ফুলবানুর (৪৫) ভাড়াটিয়া বাসার দরজার সামনে গিয়ে ভিকটিম মোরশেদার দুই বছরের মেয়ে রাইসাকে (২) নিয়ে এসেছে জানিয়ে দরজা খোলার কথা বলে।

দরজা খোলার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা ভেতরে প্রবেশ করে আসামি তানভীরের হাতে থাকা বোতল ভর্তি পেট্রোল মোরশেদা এবং তার মা ফুলবানুর গায়ে এবং ঘরে থাকা জিনিসপত্রে ঢেলে আগুন দিয়ে বাইরে থেকে দরজা আটকিয়ে পালিয়ে যায়। ভিকটিমদের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমরা মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ভিকটিম ফুলবানুর মা আম্বিয়া বেগম (৬০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। পরে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১ এর সদস্যরা অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার জিএমপির বাসন থানার নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি রাহিল রানা ওরফে তানভীরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহিল রানা ওরফে তানভীর (৩৫) হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category