• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে সাবেক এসপিসহ ৫৫ পুলিশের বিরুদ্ধে বিএনপির মামলা

ডেস্ক রিপোর্ট / ১৩৩ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বিএনপির ওপর নির্বিচারে গুলি ও অমানুষিক নির্যাতনের অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সদর থানার সাবেক ওসি মাসুক আলীসহ ৫৫ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মতিন বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শামসুল হক মতিন জানান, আদালতে মামলা দায়ের করা হয়েছে। আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরস্থ অস্থায়ী কার্যালয় মঞ্চ তৈরি করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কিন্তু দুপুর ১২টা থেকেই পুলিশ সভার সব প্রবেশমুখে চেকপোস্ট করে জনসভায় আসা নেতাকর্মীদের হয়রানি করে। পরে মারমুখী হয়ে নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে গুলি বর্ষণ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি রিংগন, সফিকুর রহমান সিতুসহ ৩ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

আদালতে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, বিগত সময়ে অন্যায়ভাবে হবিগঞ্জের পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করে নির্যাতন করেছেন। আমরা মামলা দায়ের করেছি। আশা করি, আগামী ৫ নভেম্বর আদালত থেকে ন্যায়বিচার পাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category