বাংলাদেশ মাদরাসা শিক্ষকদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিগুলোর অভিষেক অনুষ্ঠান সিলেটের মেট্রো ইন্টারন্যাশনাল হোটেলে গত ১৪ জুলাই সোমবার সন্ধায় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান ও যুগ্ন সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন এর যৌথ সঞ্চালনায় ও মাওলানা ছরওয়ারে জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।
অনুষ্ঠানে জেলা ও মহানগর নেতৃবৃন্দ এবং সিলেট জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে
জমিয়াতুল মোদার্রেছিনের ইতিহাস তুলে ধরে বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি মাদরাসা শিক্ষার কল্যাণে ও শিক্ষক- কর্মচারী এবং শিক্ষার্থী তথা দ্বীনের খিদমতে যুগযুগ ধরে এদেশের ওলী- আউলিয়াদের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে। সময়ে সময়ে দ্বীনিশিক্ষা বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষার আন্দোলন অব্যাহত রেখেছে। আগামীদিনে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করে গড়ে তুলতে এবং শিক্ষক কর্মচারীদের সকল ন্যায্য অধিকার আদায়ে যুগপৎ কর্মসূচী পালনে সিলেট জেলা, মহানগর ও বিভাগীয় কমিটি আরো গতিশীল ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।