বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ক্ষুদে মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করে তাদেরকে সম্মানিত করতে আগামী মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা। পাতন গ্রামের কৃতি সন্তান জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম এর পৃষ্ঠপোষকতায় গত ২০ বছর থেকে ধারাবাহিকভাবে বিয়ানীবাজার উপজেলার প্রায় সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় চলতি বছরের মেধাবৃত্তি পরীক্ষা আগামী মাসের ১৫ ও ১৬ তারিখ আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করে আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্বশীলরা। মেধাবৃত্তি পরীক্ষা সুন্দর এবং সফল করতে গতকাল শনিবার রাতে পরিচালনা পর্ষদ এর উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল মুনিম মেধা বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী ছুফিয়ান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদ এর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুনিম মেধা বৃত্তি পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, আব্দুল করিম, যুগ্ম সম্পাদক আলী হোসেন মুন্না, রমিজ উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক এমরান আহমদ, সদস্য রাহেল আহমদ, আরাফাত হোসেন, আহসানুল হক, রাশেদুল ইসলাম, মাজেদুল ইসলাম, সৌরভ ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল সোমবার থেকে আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে। বিয়ানীবাজার উপজেলার প্রতিটি বিদ্যালয়ে নিবন্ধন ফরম পৌছে দিবেন কমিটির সদস্যরা।