সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের প্রধান দুই ফটকে শাখা ছাত্রদলের দলীয় ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী জানায়, সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।
ঘটনার পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সাহেদুল ইসলাম রোমেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে দলটি। পাশাপাশি সিকৃবির ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং ঘটনা তদন্তে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত তিনটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারিনি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’