• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ডেস্ক রিপোর্ট / ১৩৫ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার কোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী (৬০), সিদ্দিক হোসেন (৪০), সাজ্জাদুর রহমান (৩৫), নজরুল ইসলাম (৫০) ও জলিল হোসেন (৪৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিদ্দিক হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সংঘর্ষের সঙ্গে জড়িত দুপক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার ওই গ্রামের একটি নির্বাচনী কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য জলিল হোসেনের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তারই জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে কোলা বাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান।

কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী বলেন, একটি নির্বাচনী কমিটি গঠন নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি ভাবতে পারিনি এ রকম ঘটনা ঘটবে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে তিনি নিজেই কোলা বাজারে গিয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category