বিয়ানীবাজার পৌরসভার মুরাদগঞ্জ মাদ্রাসার হিফয শাখার ছাত্র আসাদ আল মাহমুদ শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টার সময় বাড়ি থেকে মাদ্রাসার আসার পথে নিখোঁজ হয়েছে। সে কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের নিজ বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সায় রওয়ানা দেয়। কিন্তু গতকাল মাদ্রাসায় এসে পৌছায়নি। তাঁর কোন সন্ধান পাচ্ছে না পরিবার।
কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের বাসিন্দা ১২বছর বয়সী আসাদ আল মাহমুদ শনিবার মাদ্রাসায় পৌঁছে নাই বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। স্বজনরা তার সন্ধান পেতে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছেন। কোন সন্ধান না পাওয়ায় সমাজের সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করছেন।
মাদ্রাসা শিক্ষার্থী আসাদ আল মাহমুদের সন্ধান পেলে (01715455373, 01715959973) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তাঁর অভিভাবকরা।