আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার।
তাজ নেহার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন। এই বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা।
অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়লেন চার ক্রিকেটার—ফারজানা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশি। ২৭ নভেম্বর বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। ৩০ নভেম্বর দ্বিতীয় ও ২ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দল দুটি। সিরিজের সব ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
ওয়ানডের পর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশ মেয়েরা। নিজেদের শেষ তিন ওয়ানডে সিরিজে হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর সুযোগ।
বাংলাদেশের ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।