• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা সার্ভিস বেনিফিট ও বকেয়া পাওনা পরিশোধসহ কয়েকটি দাবিতে ঢাকার অদূরে সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) প্রধান ফটকের বাইরে অবস্থান ও নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়। অবরোধের মুখে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ৪ বছর আগে কারখানা বন্ধ হলেও এখনো শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও কথা রাখছে না বেপজা কর্তৃপক্ষ। পাওনা পরিশোধ না করা হলে সড়ক থেকে সরবেন না বলেও জানান তারা।

লেনী অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক মো. ইসলাম বলেন, এক মাসের বেতনসহ অন্যান্য পাওনা ও সার্ভিস বেনিফিট মিলিয়ে ৪৪ হাজার টাকা পাওনা রয়েছে আমার। এক টাকাও এখনো পাইনি। আগামী ৩০ তারিখে শ্রমিকদের টাকা দেওয়ার কথা থাকলেও ধারণা করা হচ্ছে এই তারিখেও তাদের টাকা দেওয়া হবে না। যার কারণে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, কারখানাটির শ্রমিকদের বকেয়া পাওনা রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এবিষয়ে ডিইপিজেড নির্বাহী পরিচালক আবদুস সোবহানের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category