বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বাইরে দ্বিতীয়বারের মতো ঘরোয়া ক্রিকেটে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে জাতীয় ক্রিকেট লীগ টি-টোয়েন্টি (এনসিএল টি-টোয়েন্টি) নামের এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে মিরপুরে এই ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ই ডিসেম্বর থেকে, পরে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩শে ডিসেম্বর। প্রতিদিন দুই মাঠে হবে চারটা করে ম্যাচ। দুদিন পর একদিন থাকবে বিরতি। শেষ তিনদিন হবে বিরতি ছাড়া। প্রথম রাউন্ডের খেলা হবে সকাল ৯টা ও দুপুর দেড়টায়। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘সিলেটে শুরু হওয়া টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল হবে মিরপুরে।’ তবে সেটি হচ্ছে না আর! এবার পুরো টুর্নামেন্টই হতে পারে সিলেটে।
মিরপুরে সেমিফাইনাল ও ফাইনাল না হওয়ার গুঞ্জনের মধ্যে নিশ্চিত হতে যোগাযোগ করা হয় এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে। তিনি বলেন, ‘এটা এখনও নিশ্চিত নয়। আমরা এখনও সূচী দেয়নি। সূচী দেওয়ার পর এটা জানতে পারবেন।’ তবে মিরপুরে কি আসলেই হচ্ছে না টুর্নামেন্টটির সেমিফাইনাল ও ফাইনাল! এমন প্রশ্নে নান্নু বলেন, ‘এখানেই (মিরপুর) হওয়ার কথা। তবে যদি কোনো কারণে মিরপুরে না হয় তাহলে সিলেটেই হবে।’
নান্নু নিশ্চিত করে কিছু না বললেও তার কথাতেই মিরপুরে খেলা না হওয়ার আলোচনার ইঙ্গিত পাওয়া যায়। ফলে শেষ পর্যন্ত এনসিএল টি-টোয়েন্টির পুরো টুর্নামেন্টই হতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০শে ডিসেম্বর মিরপুরে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসর। তার আগে ২৩শে ডিসেম্বর এখানে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যে বিপিএলের জন্য সংস্কার কাজ শুরু হয়েছে হোম অফ ক্রিকেটে। উদ্বোধনী অনুষ্ঠান এক সপ্তাহ আগে হওয়ায় সংস্কার কাজের গতিও বাড়াতে হচ্ছে এখন থেকেই। এসব কারণেই এনসিএল টি-টোয়েন্টির সেমিফাইনাল ও ফাইনাল মিরপুরে না আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে বিসিবি।
দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। বিপিএলের আগে দেশী ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার জন্য দারুণ মঞ্চ হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।