• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

কারাগারে কয়েদির মৃত্যু, কারারক্ষী সাসপেন্ড

ডেস্ক রিপোর্ট / ১৩৩ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি ওমর কিসকুর (৩১) মৃত্যুর ঘটনায় কারারক্ষী জোবায়ের আহমেদকে গত শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ওমর কিসকু নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজা খাটছিলেন। তবে কারা কর্তৃপক্ষের দাবি, ওমর কিসকু আত্মহত্যা করেছেন।

কারাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিমলা দীঘিপাড়া এলাকার সাহেব কিসকুর ছেলে ওমর কিসকু। ২০১২ সালের ১৬ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় ৩০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ হয় তার।

এই মামলায় ২০১১ সালের ১৫ জুলাই গ্রেপ্তারের পর থেকে তিনি রাজশাহী কারাগারে ছিলেন। এর মধ্যে ২০১৯ সালের ২৬ আগস্ট তিনি কারাগারের পেরিমিটার ওয়াল টপকে জেল থেকে পালিয়ে যান। তবে, ওই দিনই ধরা পড়েন। এরপর থেকেই ওমর কিসকু রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সেলে বন্দি ছিলেন।

এদিকে কারা কর্তৃপক্ষ দাবি করছে, গত ২৬ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে তিনি সেলের দরজার ওপরের অংশের লোহার পাতের সঙ্গে পাজামার ফিতা লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন জানান, কারাভ্যন্তরে আত্মহত্যার খবর জানার পরই ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন তিনি নিজেই। এ ছাড়া সিরাজগঞ্জের জেল সুপার এ এস এম কামরুল হুদাকে সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেলার জাকির হোসেনকে এই কমিটির সদস্য সচিব করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে এই কমিটি কাজ শুরু করেছে। কারাগারের ভেতরের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন কারা মহাপরির্শককে জানানো হবে।

এই ঘটনার পেছনে কারাগারের কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনার সময় সেলের দায়িত্বে থাকা কারারক্ষী জোবায়ের আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ওই এলাকার ইনচার্জ সহকারী প্রধান কারারক্ষী আব্দুল জলিল ও সেলের কর্তব্যরত কারারক্ষী জোবায়ের আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category