• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ, নালবহরে মতবিনিময়

স্টাফ রিপোর্টার / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের প্রার্থী মনোনীত করেছে বাংলাদেশ গণঅধিকার পরিষদ। নতুন নিবন্ধন পাওয়া দলটির প্রার্থী হিসাবে প্রবাসী অধ্যুষিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট জাহিদুর রহমান। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নিজের গ্রাম নালবহরবাসীর সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এডভোকেট জাহিদুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রবীণ মুরব্বি হাজী ছফর উদ্দিনের সভাপতিত্বে এবং যুব নেতা ওয়েজ উদ্দিন রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট জাহিদুর রহমান। এসময় তিনি তার দলের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্মসূচি ও বিভিন্ন দাবি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, তিনি সমাজ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রার্থীতা ঘোষণা করেছেন। যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে সিলেট-৬ আসনকে ঢেলে সাজানোর পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায় ও সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করবেন।

এডভোকেট জাহিদুর রহমান বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। যেখানে জুলুম, দুঃশাসন, ভোট ডাকাতি, জালিয়াতি, মানুষের ওপর হামলা-মামলা ও রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না। তিনি বলেন, ৫৩ বছরের বিগত দিনের দুঃশাসন এবং জুলুমতন্ত্রের গতানুগতিক পুরনো রাজনীতি আমরা দেখেছি। আমাদের সামনে সুযোগ এসেছে। সুযোগ আমরা কীভাবে কাজে লাগাবো, কোনো প্রক্রিয়ায় যাব সেটির সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। তিনি গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মূলমন্ত্র বাস্তবায়নে স্থানীয় নালবহর গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন।

হাফিজ মাসুক উদ্দিনের কোরআন তিলাওয়ালের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার বুরহান উদ্দিন সুফি, প্রবীণ মুরব্বি মুছব্বির আলী, মাথিউরা ইউপি সদস্য ফয়জুল হক নজমুল, প্রবীণ মুরব্বি আব্দুল আহাদ, আব্দুল লতিফ, জিয়াউর রহমান ও ময়নুল ইসলাম বাবুল প্রমুখ। এসময় গ্রামের সকলেই এডভোকেট জাহিদুর রহমানের রাজনৈতিক নতুন অগ্রযাত্রার সফলতা কামনা করেন।

সভায় নালবহর, বেজগ্রাম চক, আরেঙ্গাবাদসহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category