• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ছয় আসামির মধ্যে চারজন সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দুজন জিআর মামলার আসামি। এরমধ্যে একজন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি। তাদের মধ্যে চারজনকে সোমবার দিবাগত রাতে এবং দুজনকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর মামলার আসামি সাতঘরি গ্রামের আজমল আলী ও তার ছেলে সাইদুল ইসলাম, দশঘরী গ্রামের লাইলুছ মিয়া ও মুছেগুল গ্রামের মখলুছা বেগম রুফিয়া এবং জিআর মামলার আসামি উপজেলার পশ্চিম কাঠালতলী গ্রামের রশিদ আহমদ ও তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম সিআর ও জিআর মামলার ছয় আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category