• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট / ১০৬ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে কোরআন খতম করে বীর শহিদদের স্মরণ করেছে ফেনী শহরের মারকায উমর (রা.) মাদরাসার শিক্ষার্থীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা বুকে নিয়ে শহিদদের মাগফিরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে শিক্ষার্থীদের একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদরাসা পড়ুয়াদের এমন আয়োজনের প্রশংসা করছেন স্থানীয়রা।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, কয়েক বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহিদদের স্মরণে কোরআন খতম, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে মারকায উমর রা. মাদরাসা। এরই ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।

মাদরাসার সহকারী শিক্ষক মো. নাদের চৌধুরী বলেন, ‘আজকের আয়োজনে মুক্তিযুদ্ধের বীর শহিদ ও ২৪-এর বিপ্লবীদের স্মরণ করা হয়েছে। এসব ইতিহাস ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমরা কাজ করছি।’

এ বিষয়ে মাদরাসার শিক্ষা পরিচালক কে এম বেলাল পাটোয়ারী বলেন, ‘শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিক চিন্তা করে প্রতিবছর এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category