• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

মা সমাবেশের মাধ্যমে বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ

সামিয়ান হাসান / ১৫৩ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বিয়ানীবাজার উপজেলা প্রাচীন বিদ্যাপীঠ নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২০২৪ সালের বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবং প্রথম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন রশীদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাদেক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন, অভিভাবক সদস্য মোঃ মইনুদ্দীন, ছফর উদ্দিন, ফারুক উদ্দিন, বিদ্যালয় সহকারী শিক্ষক অর্চনা চক্রবর্তী, দিপা বেগম, সুহানা আক্তার সুমি, জাহেদা বেগম, পূরবী রাণী দাস, ফারহানা হোসেন, রুপালী রাণী দাস তুলি, তানজিনা তুলি সহ মহিলা সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বার্ষিক ও ধারাবাহিক মূল্যায়নে প্রথম থেকে ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন রশীদ এর পক্ষ থেকে এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাদেক হাসানের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও অভিভাবক কমিটির সহ-সভাপতি মোঃ মইন উদ্দিন এর পক্ষ থেকে ৫ জন মেধাবী শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category