• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

বিএনপির কথা বলার সুর আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট / ৬৩ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

রাজনীতির উত্তাল মঞ্চে আবারও উত্তাপ ছড়িয়েছে নির্বাচন নিয়ে বিতর্ক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপির বক্তব্যের সুরকে আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। গতকাল শুক্রবার বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিএনপির কথার টোন কিন্তু আওয়ামী লীগের টোনের সঙ্গে মিলে যাচ্ছে।’ নিরপেক্ষ নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও দৃষ্টি আকর্ষণকারী মতবিরোধ চলছে।

গত বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।’ তার এই মন্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে।

মির্জা ফখরুলের বক্তব্যকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি এক-এগারো ও মাইনাস টু-এর আলোচনা শুরু করেছে, যা সন্দেহের জন্ম দিচ্ছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির অবস্থান দেশি-বিদেশি ষড়যন্ত্রকে উসকে দিতে পারে।

আওয়ামী লীগের প্রতিক্রিয়া:

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সম্প্রতি এক ফেসবুক পোস্টে বর্তমান সরকারকে ‘অনির্বাচিত ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে নিরপেক্ষ সরকারের দাবি জানান। নাহিদ ইসলাম মনে করেন, এই ধরনের মন্তব্য বিএনপির বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং বিভ্রান্তি তৈরি করছে।

বিএনপির নেতাদের প্রতিক্রিয়া:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, এক এগারোর ভয়াবহতা বিএনপির মতো আর কেউ ভোগ করেনি। তিনি আওয়ামী লীগকে ‘ভারতের দোসর’ আখ্যা দিয়ে বিএনপিকে এভাবে আক্রমণ না করতে সতর্ক করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে সমালোচনা করা যাবে না কেন? এক-এগারোর পুনরাবৃত্তির ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।

নির্বাচন ও সরকারের অবস্থান

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, নির্বাচন আয়োজন নিয়ে সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতার প্রয়োজন। তিনি বলেন, বিএনপি কেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তা স্পষ্ট করা উচিত। অন্যদিকে মির্জা ফখরুল বলেছেন, সরকার নিরপেক্ষ থাকলে তারা নির্বাচন পরিচালনা পর্যন্ত থাকতে পারবে।

সংঘাতের সম্ভাবনা ও সমাধানের আহ্বান:

উভয় পক্ষের বক্তব্যে উত্তপ্ত বাকবিতণ্ডা দেখা গেলেও, নাহিদ ইসলাম ও মির্জা আব্বাস দেশ গঠনে সংঘাত এড়িয়ে ঐক্যমতের ভিত্তিতে সমাধানের আহ্বান জানিয়েছেন। নির্বাচন ঘিরে বিএনপি ও সরকারের এই টানাপড়েনের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category