শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসেই ফিরছেন নেইমার- এমন তথ্য জানাচ্ছে ইএসপিএন। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তারা জানাচ্ছে, চুক্তির খুব কাছাকাছি দুই পক্ষ।
সৌদি আরবের ক্লাব আল হিলালের রোস্টারে থাকলেও নেইমারকে সৌদি প্রো লিগের জন্য নিবন্ধন করা হয়নি। জানুয়ারিতে আল হিলাল কোচ হোর্হে জেসুস বলেছিলেন, ‘আমরা যে পর্যায়ে খেলে অভ্যস্ত, ব্রাজিলিয়ান তারকা সেই পর্যায়ে খেলতে পারবে না।’শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারার মতো অবস্থায় আছেন তিনি।
এই অবস্থায় নেইমার খেলার জন্য বিকল্প ঠিকানা খুঁজছেন। সেটা পেয়ে গেছেন বলেও দাবি করা হচ্ছে। যে ক্লাবে তিনি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখানেই ফিরে যাচ্ছেন।
ইএসপিএন বলেছে, আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি সমাপ্তির পথে। সেটার চূড়ান্তকরণে এখনও আলোচনা চলছে। আশা করা হচ্ছে, এই সপ্তাহেই হয়তো একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। যদি সেটা হয়ে যায় তাহলে প্রাথমিকভাবে সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি করতে যাচ্ছেন নেইমার। পরে হয়তো আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। চুক্তি হয়ে গেলে নেইমার ব্রাজিলে পৌঁছাবেন এই সপ্তাহে। খেলাও শুরু করতে পারবেন ৫ ফেব্রুয়ারি।
আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ এই গ্রীষ্ম পর্যন্ত। চুক্তিটি বাতিল হলে তার ৬৫ মিলিয়ন ডলারের মতো ক্ষতি হবে। তবে সান্তোসে শেয়ারের অংশ হিসেবে নেইমার ও তার বাবা বিনিয়োগ তহবিলে অংশ নিলে সেই ক্ষতির কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তবে ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী নেইমার এক্ষেত্রে পুরো অর্থ আল হিলালের কাছ থেকে আদায়ের ব্যাপারে আশাবাদী। কারণ সান্তোসে স্বল্প মেয়াদে শেয়ারে অংশ নিয়েও সেটা আদায়ের ব্যাপারটা কঠিন।