• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে আগুনে পুড়ে নিঃস্ব ৩টি পরিবার, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা

সামিয়ান হাসান / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে ভাঙ্গারি ব্যবসায়ী জুয়েল আহমদের স্বপ্ন। বাসা থেকে কাজে যাওয়ার ঘন্টা খানেকের মাথায় বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় সব সম্বল। শুধু জুয়েল আহমদ নয় একই সাথে নিঃস্ব হয়ে পড়েছেন পাশে বসবাসকারী দুটি পরিবারও। আগুনের লেলিহান শিকায় আসবাবপত্র, কাপড়-চোপড়, খাবার-দাবার ও নগদ অর্থ কিছুই রক্ষা পায় নি। মঙ্গলবার সকাল ১১টার দিকে বিয়ানীবাজার পৌরসভার খাসা দিঘিরপার এলাকার কলা মিয়ার কোলনীতে এ অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব হয়ে পরেছেন বসবাসকারী ৩টি পরিবার।

আগুনের সূত্রপাতের পর ঘরে থাকা ২টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরো বৃদ্ধি পায়। সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বিয়ানীবাজার ফায়ার সার্ভিস। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সল্পসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বলে জানান স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ।

আগ্নিকান্ডে হতাহতে ঘটনা না ঘটলে নিঃস্ব হয়ে পথে বসেছে ৩টি পরিবার। ক্ষয়ক্ষতি হয়ে কয়েক লক্ষ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category