সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক তরুণীর সাথে দুই তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
দক্ষিণ সুরমার কদমতলীস্থ হোটেল প্রবাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া স্বপ্ননীড় ১৭০ নম্বর বাসার আব্বাস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম তুহিন (২১), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হোসেনপুর তালুকদার বাড়ির আবদুল জলিলের ছেলে রাসেল আহমদ (২৬) ও পপি (৩০) নামের এক তরুণী।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।