বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৬টি গ্রামের একমাত্র যাতায়াত সড়ক হচ্ছে টিকরপাড়া-পালপাড়া সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। বিকল্প না থাকায় যান চলাচল অনুপযোগী এই সড়ক দিয়ে যাতায়াত করতে মারাত্মক দূর্ভোগে পড়তে হয়। বিশেষ করে সামান্য বৃষ্টি হলে কাদা জলে একাকার হয়ে যায় সড়কটি। শিক্ষার্থীরা বিদ্যালয়ে কিংবা মুসল্লীরা নামায আদায় করতে মসজিদের যাবার সময় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি করছেন চালক, যাত্রীসহ এই এলাকার শিক্ষার্থীদের।
জানা যায়, আলীনগর ইউনিয়নের উত্তরভাগের টিকরপাড়া, পাল পাড়া, চানখাই, সেন টিলা, ফেসু টিলা ও জড়ি গ্রামের একমাত্র যাতায়াত সড়কটি ২০০১ সালে পাকাকরণ করা হয়। এর পর থেকে সড়কটি মেরামত বা সংস্কার না হওয়ায় নিত্য ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। গ্রামবাসীর দাবি সড়ক সংস্কারের মাধ্যমে তাদের স্বাভাবিক চলাচলের সুযোগ করে দিতে সংশ্লিষ্টরা আন্তরিক হবেন।
সড়ক সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সাথে রোগীদের নিয়ে যাতায়াত হয়ে পড়েছে কষ্টসাধ্য। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মাদ্রাসা শিক্ষকসহ ভুক্তভোগী এলাকাবাসী সড়ক সংস্কার করার জন্য দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানান।
২০০১ সালে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৬গ্রামের চলাচল সড়ক পাকা হয়েছিলো। এরপর ৭বার দেশের সরকার এবং দুইবার পট পরিবর্তন হলেও বেহাল এ সড়কটির ভাগ্য বদল হয়নি।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু বলেন, রাস্তাটি সংস্কার করার জন্য আমি একাধিক বার উপজেলা সমন্বয় মিটিংয়ে কথা বলেছি। কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ এই রাস্ত সংস্কার হচ্ছে না সেটা বুঝতে পারছি না। আমি আবারো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে আলাপ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার করা হয়।