• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

তিস্তার পানির ন্যায্য হিস্‌সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা করেছেন তিস্তাপাড়ের মানুষ। দাবি আদায়ের এ পদযাত্রায় অংশ নেন কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিস্তা সেতুর লালমনিরহাট পয়েন্ট থেকে কাউনিয়া অভিমুখে গণপদযাত্রা শুরু হয়।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা’ স্লোগানে শুরু হওয়া পদযাত্রায় নামে মানুষের ঢল। এতে নেতৃত্ব দেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

এ সময় আন্দোলনকারীরা বলেন, তিস্তায় পানি না থাকায় কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে নদীপাড়ের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানের ঢলে ঘরবাড়ি ফসল জমিয়ে ক্ষেত সব ভেসে নিয়ে যায়।

গণপদযাত্রায় অংশ নেওয়া কৃষক আকবর আলী বলেন, এ আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার। আমরা তো বেশি কিছু চাইনা, শুধু চাই যেন ঘরবাড়ি জমি জমা তিস্তায় হারিয়ে না যায়। তিস্তার পানি ও মহা পরিকল্পনা বাস্তবায়ন আমাদের ন্যায্য দাবি।

সোমবার থেকে তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটারজুড়ে ‘তিস্তার পানির হিস্‌সা ও মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দাবিতে লাগাতার ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে এ জনপদের মানুষ। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি শুরুর দিন বিভিন্ন পয়েন্টে অংশ নেন দলের শীর্ষ নেতারা। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এ জনপদের মানুষের প্রাণের দাবির এ আন্দোলনে দলমত নির্বিশেষে মানুষ যোগ দিয়েছে। আকাঙ্ক্ষার এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category