চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। যদিও টস ভাগ্য শান্তদের পক্ষে হাসেনি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের পর সেমিফাইনালে যেতে বাকি দুই ম্যাচেই জিততে হবে বাংলাদেশের। আজ কিউইদের কাছে হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। অপর দিকে, নিউজিল্যান্ড আজ জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত।
একাদশে কারা
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম সাকিব।
নিউজিল্যান্ড একাদশেও পরিবর্তন দুটি। নাথান স্মিথের জায়গায় ফিরেছেন কাইল জেমিসন। ড্যারিল মিচেল অসুস্থ থাকায় এসেছেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ: তানজিম হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলি ও’রুর্ক।
অতীত পরিসংখ্যান
দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি নিউজিল্যান্ডের। ৪৫ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১১টি। বাকি ৩৩ ওয়ানডে জিতেছে কিউই দল। একটি ম্যাচে কোনও ফল আসেনি।
দুই দলের সর্বশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালের ডিসেম্বরে সেটা ছিল টাইগারদের বিদেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়। অবশ্য ২০১৭ সালের আগের আসরে কার্ডিফে নিউজিল্যান্ডকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিল টাইগাররা। ব্ল্যাক ক্যাপসরা টাইগারদের বিপক্ষে জিতেছিল ২০০২ সালের আসরে। টুর্নামেন্টে হেড-টু হেড রেকর্ড তাই সমান ১-১।