পবিত্র রমজান মাসের পড়ন্ত বিকেলে ইফতার ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে শিক্ষকরা আসতে শুরু করেন বিয়ানীবাজার পৌর শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে। ব্যাস্ত জীবনের ফাঁকে সহকর্মীদের সাথে এক টেবিলে বসে গল্প করার মতো সময় হয় না সু-নাগরিক গড়ার কারিগর এসব শিক্ষকদের। কর্মব্যস্ত জীবনে বিদ্যালয় আর পরিবারকে সময় দেয়া ছাড়া সহকর্মীদের সঙ্গে বসার সুযোগ হয়ে উঠে না তাদের। অবশেষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিষ্ট্রেশন নং: এস ১২০৬৮) বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ভ্রাতৃত্ব আর ভালোবাসার এক অপূর্ব মিলনমেলায় যোগ দিয়েছেন শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিষ্ট্রেশন নং: এস ১২০৬৮) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি হাজী রুহুল আমিন এর সভাপতিত্বে বুধবার সন্ধায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্র নাথ সরকার।
সংগঠনের সাধারণ সম্পাদক দেবাংশু তালুকদার এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মোহাম্মদ আহসান কবীর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল মোতালেব, পারভেজ তালুকদার, ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে এর সভাপতি রাহুল এ রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি সোলেমান আহমদ, সাধারণ সম্পাদক বিমল পাল, বাংলাদেশ স্কাউট বিয়ানীবাজার উপজেলা শাখার কমিশনার আবুল হোসেন চৌধুরী।
এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অনিল সরকার, লুৎফুল হক চৌধুরী ফাহিম, আবু তারেক খান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি নং এস -১২০৬৮) বিয়ানীবাজার উপজেলা শাখার উপদেষ্টা বদরুল ইসলাম, নুরুল হক শামীম, সহ সভাপতি ফয়সল কবির চৌধুরী, ছালেহ আহমদ, আব্দুল বাছিত, ছফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আপ্তাব মিয়া, সহ -সাংগঠিক সম্পাদক আলী হোসেন মুন্না, সাহিত্য সম্পাদক আমির উদ্দিন, অর্থ সম্পাদক সোহেল আহমদ, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, আইন সম্পাদক হোসাইন আহমদ।
শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, আবুল হাসান জুয়েল, আবু সাইদ আজাদ, জাকারিয়া আলম, আকমল হোসেন, আহমেদ সোজা সাহেল, আলম হোসেন, আজিমুল ইসলাম সহ আরো অনেকে।
ইফতার মাহফিলের পুরো আয়োজনজুড়ে ছিল এক অন্যরকম আবেগ ও সৌহার্দ্যের আবহ। একে অপরের খোঁজখবর নেওয়া, গল্প-আড্ডায় মেতে উঠেছিলেন সবাই।