বিয়ানীবাজারে সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম ফজলুল হক শিমুলের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ চারু শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মুফাসসির আহমেদ ফয়েজী, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, শাহীন আলম হৃদয়, যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক এম শামসুল আলম, লেখক মাওলানা আব্দুল বাতেন জিহাদী, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ইনচার্জ মোহাম্মাদ ইয়াহিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য সামিয়ান হাসান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও মুভি বাংলার প্রতিনিধি এম এ ওমর, খোলা কাগজ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, সাংবাদিক সরওয়ার খান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে আলোচনা করেন এবং ও বিয়ানীবাজারের সাংবাদিকতার ভূয়শী প্রশংসা করেন এবং সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল হক শিমুল এর মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।