• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার অতিক্রম করেছে। এদিকে, অনিয়মিত মৌসুমি বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্ধারকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা নিয়েও শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিয়ানমারে অবস্থিত জাপানি দূতাবাসের ফেসবুক পেইজে জানানো হয়, বুধবার (২ এপ্রিল) পর্যন্ত অন্তত তিন হাজার তিন জন মানুষের মৃত্যু নিশ্চিত করা গেছে। এছাড়া, আরও চার হাজার ৫১৫ জন মানুষ আহত এবং ৩৫১ জন নিখোঁজ রয়েছেন।

গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে এটি ছিল গত এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূকম্পন। প্রায় তিন কোটি মানুষ বসবাসকারী এই অঞ্চলে ভূমিকম্পের আঘাতে একাধিক ভবনে ধস নেমেছে, লোকালয় মাটির সঙ্গে মিশে গেছে। লাখো মানুষ খাবার, পানি ও আশ্রয়হীন অবস্থায় দিন পার করছে।

জাপান দূতাবাস জানিয়েছে, উদ্ধারকাজে ৫৩টি উড়োজাহাজ এবং ১৫ দেশের এক হাজার ৯০০ কর্মী নিয়োজিত রয়েছেন। ওই কর্মীদের মধ্যে চীন, রাশিয়া ও ভারতের নাগরিকও রয়েছেন।

তবে বৃষ্টি শুরু হলে উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রবিবার থেকে শুরু করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনিয়মিত মৌসুমী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এক উদ্ধারকর্মী বলেছেন, এখনও অনেকে জীবন্ত আটকা পড়ে আছেন। বৃষ্টি শুরু হলে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালায়, সাগাইং এবং নাইপিদোর উদ্ধারকাজ যথেষ্ট কঠিন হয়ে পড়বে। মান্দালায়ের মতো জায়গায় আটকা পড়া অনেকে বৃষ্টির পানিতে ডুবে মারা যেতে পারেন।

দেশের এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাচ্ছেন মিয়ানমার জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

উল্লেখ্য, মিয়ানমারে সামরিক শাসন জারিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে কিছুটা একঘরে হয়ে পড়েছে দেশটি। এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতে জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রয়েছে মামলা এবং পশ্চিমা বিশ্ব দিয়েছে তার ওপর একগাদা নিষেধাজ্ঞা। সবমিলিয়ে তার এই সফরটি অনেক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category