বিয়ানীবাজারে ৩ সন্তানকে রেখে আত্মহনন করেছেন এক জনক। সোমবার গভীর রাতে নিজ ঘরের বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন তিনি। ফয়ছল আহমদ নামের ওই ব্যক্তি উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগাও গ্রামের রমুজ আলীর পুত্র।
কেন-কী কারনে আত্মহনন করলেন ফয়ছল, তা রহস্যঘেরা। নিজের পরিবার-প্রতিবেশীসহ কেউই এ বিষয়ে মুখ খুলছেনা।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আমরা আত্মহত্যার কারণ অনুসন্ধান করছি।