• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

অবশেষে টেকনাফ থেকে উদ্ধার করা হলো জকিগঞ্জের সেই ৬ তরুণকে

স্টাফ রিপোর্টার / ৪ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ তরুণকে টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধারের কথা জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ, ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ, আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ, আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন, সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল। তারা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাঁও বাজার এলাকার বাসিন্দা।

তাদের উদ্ধারের আগে দুপুরের দিকে নিখোঁজ রশিদ আহমদ একটি নম্বর থেকে ফোন করে নিখোঁজ এমাদ উদ্দিনের ভাই বাহার উদ্দিনকে জানান, তারা ইন্দোনেশিয়ার সাগরে অবস্থান করছেন।

বাহার উদ্দিন বলেন, একটি নম্বর থেকে তার মোবাইলে ফোন দিয়ে রশিদ আহমদের পরিচয় দিয়ে জানান, তাদেরকে ট্রলারে করে টেকনাফ থেকে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। রশিদ এর বাইরে কিছু বলেননি। বিষয়টি কতটুকু সত্য তা নিশ্চিত নন তিনি।

পরে সন্ধ্যায় বাহার উদ্দিনসহ নিখোঁজদের স্বজনরা টেকনাফ থানায় লিখিত অভিযোগ দেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলের দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয়জন কাজের খোঁজে কক্সবাজারে আসেন। ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

টেকনাফ থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ এ নিয়ে কাজ শুরু করে। ফোন নম্বর ট্র্যাক করে তাদের উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category