বিয়ানীবাজার পৌরশহরের কসবা-খাসা গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করেছে গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থা ও গোলাবশাহ যুব সংঘ। বুধবার বিকেলে কসবা ত্রিমুখি বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা, লোডশেডিং কমিয়ে আনাসহ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সেবার মান বৃদ্ধির লক্ষে নানা প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ভজন কুমার বর্ধণ কোন পরিস্থিতি লোডশেডিং বৃদ্ধি পায় এবং কখন সেবা প্রদানে সমস্যা দেখা দেয় তা উপস্থাপন করেন। তিনি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধান বক্তার বক্তব্যে গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল হোসেন বলেন, শত বছরের ঐতিহ্য লালিত কসবা-খাসা গ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্ব দিতে হবে।
গোলাবশাহ যুব সংঘের সভাপতি ছালেখ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন খাসা সমাজকল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন কবির আকিল, পল্লী বিদ্যুতের এজিএম মাহমুদুল হাসান, সাবেক কাউন্সিলার সাহাব উদ্দিন, সমাজসেবক নজরুল ইসলাম, সমাজসেবক সাহাব রানা, সমাজসেবক জামিলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, গোলাবশাহ যুব সংঘের উদ্যোক্তা আজমল হোসেন, ছরওয়ার হোসেন, মাহমুদ আশরাফ দিলু, শাহজাহান সিদ্দিক, কাওছার আহমদ শাবুল, উজ্জ্বল আহমদ, মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাকসুদ মনি ও নাজির হোসেন, কোষাধ্যক্ষ রাহুল কবির উজ্জ্বল, সমাজসেবা সম্পাদক আব্দুল হালীম কামরুল, শ্রম সম্পাদক জহির উদ্দিন ও খায়রুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ হাসান, সাংস্কৃতিক সম্পাদক বেলাল আহমদ সুজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শিপন আহমদ, ধর্ম সম্পাদক জুবের আহমদ , গোলাবশাহ কিশোর সংঘের সহ-সভাপতি মুহাইমিন অপু প্রমুখ।