বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক শেখ আনোয়ার হোসেন নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। তিনি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিয়ানীবাজার থানায় এ সাধারণ ডায়রি (জিডি নং ১২৯৮) করেন।
জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের পাঁচ দপ্তরে এলাকাবাসীর অভিযোগের খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা মাদ্রাসায় জড়ো হয়েছিলেন। সেখানে মাদ্রাসা কেন্দ্রীক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাক্ষাতকার দিলে কথিপয় ব্যক্তি নানাভাবে শিক্ষক আনোয়ার হোসেনকে প্রাণ নাশের হুমকি প্রদান করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এসব ব্যক্তির হুমকির কারণে নিজের নিরাপত্তার শংকা ভোগছেন জানিয়ে তিনি এ সাধারণ ডায়নি করেন।
ডায়রিতে দুইটি রাজনৈতিক সংগঠনের নাম উল্লেখ করলেও শিক্ষক আনোয়ার হোসেন প্রভাবশালী আরো একটি সংগঠনের কথিপয় নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের হুমকিতে পরিবার নিয়ে আতংকের মধ্যে রয়েছেন।