• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

জ্বালানী উপদেষ্টার বক্তব্যে সিলেটেজুড়ে ক্ষোভ, হতাশ স্থানীয় বাসিন্দারা 

স্টাফ রিপোর্টার / ১৯ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

 

বাসাবাড়িতে আর গ্যাস সংযোগ না দেওয়া প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের দেয়া একটি বক্তব্যে সিলেটে ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জ্বালানী উপদেষ্টা বলেন, নতুন করে আর গৃহস্থালিতে গ্যাসসংযোগ দেয়া হবে না। কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেয়ার সম্ভাবনা নাই।

জ্বালানী উপদেষ্টার এমন বক্তব্যে সিলেটে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই উপদেষ্টার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

দেশে গ্যাসের একটি বড় অংশ সিলেট থেকে সরবরাহ হয়। সিলেটের বিভিন্ন গ্যাসকূপ থেকেই এসব গ্যাস উত্তোলিত হয়। স্বাধীনতার পূর্ব থেকেই সিলেট থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। কিন্তু সিলেটের অনেক এলাকারই বাসাবাড়িতে এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়নি।

গ্যাসবঞ্চিত এরকম একটি উপজেলা জৈন্তাপুর। এ উপজেলার হরিপুরে দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়। অদ্যাবদি হরিপুরের একাধিক কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। কিন্তু গ্যাসের সুবিধা বঞ্চিত এ উপজেলা। গ্যাস সংযোগ প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে জৈন্তাপুরবাসী। সিলটেজুড়েই এ দাবি দীর্ঘদিনের।

তবে গ্যাস সংযোগ প্রদানের বদলে উপদেষ্টার শুক্রবারের বক্তব্য গ্যাস সংযোগের দাবিতে আন্দোলনকারীদের হতাশ করেছে। সিলেটে গ্যাস সংযোগ প্রদানের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে ‘সিলেট বিভাগ গণদাবী ফোরাম’।

গত শুক্রবার জ্বালানী উপদেষ্টার বক্তব্যের পর সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটি বলে, বাসাবাড়ীতে গ্যাস সংযোগ পাওয়ার দাবীতে সিলেট বিভাগ গণদাবী ফোরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সিলেট বিভাগের অধিবাসীগণ দেশ ও প্রবাস থেকে দীর্ঘ দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এহেন অবস্থায় সিলেট বাসীর ন্যায্য দাবী উপেক্ষা করে জ্বালানী উপদেষ্টার অবমাননাকর মন্তব্যে সিলেট বাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও বাসাবাড়িতে গ্যাস সংযোগ মিলবে না সিলেটে এসে অর্ন্তবর্তীকালীন সরকারের জ্বালানী উপদেষ্টার প্রদত্ত এমন মন্তব্যে সিলেট বিভাগের অধিবাসীগনের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ায় সিলেট বিভাগের অধিবাসীগণের পক্ষ থেকে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।

তিনি আরো বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আপনি বলেছেন কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও বাসাবাড়িতে গ্যাস সংযোগ মিলবে না। আপনার এই মন্তব্য শুধু দায়িত্বহীন হতাশাব্যঞ্চক নয়, এটি রাষ্ট্রের নাগরিকদের প্রতি দায়িত্বহীন, ঔদ্ধত্যপূর্ণ, দাম্ভিক, অগ্রহণযোগ্য এবং অবমাননাকর মন্তব্য বটে।

তিনি বলেন, স্মরণ করিয়ে দিতে চাই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ জনগণের সম্পদ। গ্যাস শুধু শিল্পপতি, বড় বড় কারখানা বা বর্ধিষ্ণু এলিটদের একচেটিয়া সুবিধার বিষয় নয়। সিলেট বিভাগ যেমন দেশকে তৈল, গ্যাস, বালু, পাথর, চা সহ নানা প্রাকৃতিক সম্পদ দিয়ে জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তেমনি সিলেট বিভাগের অধিবাসীগণের বাসাবাড়িতে গ্যাস সংযোগ পাওয়া ন্যায্য অধিকার বটে।

উপদেষ্টার উদ্দেশে এডভোকেট আজাদ বলেন যে, আপনি যদি বাস্তব পরিস্থিতির কথা সিলেটবাসীকে বলতেন, গ্যাস উত্তোলনে কর্তৃপক্ষের সীমাবদ্ধতা ও প্রাকৃতিক সম্পদ আহরনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে অক্ষমতা ব্যাখ্যা করতেন সেটা সিলেটবাসী হয়তো মেনে নিত। কিন্তু কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও বাসাবাড়িতে গ্যাস মিলবে না এমন অগ্রহনযোগ্য ও অশোভন ভাষা ব্যবহার করে আপনি আসলে সিলেটবাসী সহ সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করেছেন। আপনার এমন মন্তব্য দ্বারা মনে হচ্ছে রাষ্ট্র জনগণের নয় বরং বিশেষ শ্রেণীর সম্পত্তি। আরো স্মরন করিয়ে দিতে চাই সিলেট বাসী কারো করুনা চায় না, চায় ন্যায্য অধিকার। সত্যিকার অর্থে বৈশম্যের কারনে সিলেট বিভাগের জণগন তাহাদের এই ন্যায্য অধিকার থেকে দীর্ঘ দিন যাবৎ বঞ্চিত হচ্ছে।’

মো. জুবের আহমদ নামের এক পাঠক লিখেছেন, ‘দায়িত্ববান লোকের কাছ থেকে এসব আজগুবির কথা জনগণ আশা করে না।’

কি বলেছিলেন উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নতুন করে আর গৃহস্থালিতে গ্যাসসংযোগ দেয়া হবে না। কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেয়ার সম্ভাবনা নাই। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।

শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাসকুপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে অপচয় করা হচ্ছে উল্লেখ করে জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।

গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জ্বালানী উপদেষ্টা। এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন, সিলেটের যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন হয় সেসব এলাকার বাসিন্দারা তাদের বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়ার জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন। এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়া হবে কি? -এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না সেখানে বাসা বাড়িতে গ্যাস দেয়া অপচয়। নতুন করে আর গৃহস্থালিতে গ্যাসসংযোগ দেয়া হবে না। কেয়ামত পর্যন্ত এই সুযোগ বন্ধ রাখা উচিত। তবে যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকায় স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।

তিনি বলেন, আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে ঢাকার বাসাবাড়িতেও গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।

জ্বালানি উপদেষ্টা বলেন, প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, শুক্রবার পরিদর্শন করা কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ গ্যাস কুপ থেকে থেকে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

শুক্রবার সকালে গোলাপগঞ্জে কৈলাসটিলা গ্যাসফিল্ড পরিদর্শনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category