• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদ কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি ‘স্পর্শকাতর’ স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ‘স্পর্শকাতর’ স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। খবর আল–জাজিরার।

আইআরজিসির বরাত দিয়ে নিউজ এজেন্সি আরও জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট এই কার্যকর অপারেশনটি পরিচালনা করে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি সত্ত্বেও, দেশটির সামরিক গোয়েন্দা অধিদপ্তর ‘আমান’ এবং তেল আবিবে অবস্থিত মোসাদ সদরদপ্তরে সরাসরি আঘাত হানে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর মোসাদ কার্যালয়ে দাউদাউ করে আগুন জ্বলছে।

১৩ জুন ইসরায়েলের হামলার পর থেকে আইআরজিসি একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

আইআরজিসি জানায়, ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকায় বিনা উসকানিতে আগ্রাসন চালিয়েছে। এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের প্রাণহানি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category