• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

স্টাফ রিপোর্টার / ১৩ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াড দিয়েই শুরু হচ্ছে নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পূর্ণকালীন দায়িত্বের পথচলা।

কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন মিরাজ। দারুণ পারফরম্যান্সের পর ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয় এই অফস্পিনিং অলরাউন্ডারকে। শুরুতে এক বছরের জন্য দেওয়া হলেও পারফরম্যান্সের বিচারে পরে তা বাড়াতে পারে বিসিবি।

এদিকে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাসকিন ও মুস্তাফিজ ইনজুরির ধাক্কা সামলে ফিরেছেন, যা বাংলাদেশের পেস আক্রমণে নতুন করে ভারসাম্য আনবে বলে আশা করা হচ্ছে।

স্কোয়াডে রয়েছে একাধিক তরুণ মুখ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। এ ছাড়া ব্যাটিং অর্ডারে আছেন শান্ত, হৃদয়, লিটন ও জাকের আলী।

স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হচ্ছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পেস ইউনিটে মুস্তাফিজ ও তাসকিনের পাশাপাশি আছেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও উদীয়মান নাহিদ রানা।

একনজরে বাংলাদেশ দলের স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category