রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ তিন বছরের শিশু রাফিয়াও মারা গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে একই ঘটনায় তার মা ইতি বেগম (৩০) ও বাবা রিপন মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই অগ্নিকাণ্ডে একই পরিবারের কেউই আর বেঁচে নেই।
এর আগে গত বুধবার দিবাগত রাতে শহীদ ফারুক রোডের বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের তিন জন দগ্ধ হন। রাতেই তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তারা মূলত বরগুনা সদর উপজেলার বাসিন্দা ছিলেন।