এটাই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরীর শেষ বার্তা।
নিজে ৮০% দগ্ধ হলেও, ছাত্রছাত্রীদের ফেলে পালিয়ে যাবার মতো মানুষ তিনি ছিলেন না।
তিনি ছিলেন একজন মা, একজন অভিভাবক, একজন নায়িকা।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শিক্ষিকা মেহরিন চৌধুরীর অবিশ্বাস্য সাহসিকতার কারণে অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনাসদস্য বলেন,
“ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”
বাংলাদেশ ধন্য, কারণ এই মাটিতে জন্মেছেন মেহরিন চৌধুরীর মতো একজন শিক্ষক।
শত শত সালাম সেই মায়ের প্রতি, যাঁর গর্ভে জন্মেছিল এই রত্ন।