অটিস্টিক এন্ড ডিজেবল রেসিডেন্স ফাউন্ডেশন এর উদ্যোগে ও রাঙ্গামাটি রিসোর্ট এর অর্থায়নে গতকাল মিরপুর হযরত শাহ আলী মডেল হাইস্কুল মাঠে
প্রায় অর্ধশতাধিক গরীব অসহায় প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অটিস্টিক ফাউন্ডেশন মিরপুর এর চেয়ারম্যান সৈয়দা আজমা সুলতানা এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী।
অটিস্টিক ফাউন্ডেশন মিরপুর এর উপদেষ্টা কামরুল হুদা চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ গ্রপের ডিরেক্টর মোহাম্মদ ইমরান হোসেন, নুসূক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এসবি নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, ডি. আই. জি অব: আলহাজ্ব আনোয়ার হোসাইন এফ এফ, রাঙ্গামাটি রিসোর্টের এমডি কায়ছার ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী জুবায়ের ইকবাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী দারুসসালাম থানা শাখার আমীর মাওলানা হাবিবুল্লাহ রুমি, হযরত শাহ আলী মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষিকা মোহতারিমা জোবায়দা খাতুন, নুসূক ফাউন্ডেশনের আরব আমিরাত প্রতিনিধি সালেহ আহমদ সহ আরো অনেকে।