• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

এবার হত্যা মামলার আসামী হলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নামে হত্যা মামলা করা হয়েছে। এতে সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদের ও সাবেক এমপি শামীম ওসমানকে আসামি করে ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধাবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মামলার ১২ নম্বর আসামি করা হয়। এটাই আইভীর বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলা। মামলাটিতে প্রধান আসামি করা হয়েছে সাবেক যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। এছাড়াও মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিনারুল ইসলাম একজন গার্মেন্টস কর্মী। গত ২০ জুলাই সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মুজিব ফ্যাসনের সামনে এলে মামলার ২নং আসামি সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার হাতে থাকা আগ্নোয়াস্ত্র দিয়ে মিনারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মিনারুলের বাম দিকের কিডনির নিচে গুলিবিদ্ধ হন। এ সময় সঙ্গে থাকা মো. সাইদুল ইসলাম, কাওসার ও ডালিম মোল্লা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ২১ জুন মিনারুলের মরদেহ তার গ্রামের বাড়ি রাজশাহী সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়।

মামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিনারুলকে হত্যার অভিযোগে তার বড় ভাই নাজমুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় অন্যদের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকেও আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category