• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো জমজমাট বউ-শাশুড়ি মেলা

ডেস্ক রিপোর্ট / ১০১ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ-শ্বাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বিকেলে উপজেলা সদরের জেলেপাড়া গ্রামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বউ শ্বাশুড়ির মেলার আয়োজন করা হয়।

জমজমাট এ মেলায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল বউ-শ্বাশুড়ির মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা। মেলা ও তাদের খেলা উপভোগ করতে ওই এলাকাসহ আশপাশের শতশত নারী-পুরুষের ঢল নামে।

ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে মেলায় শতশত দর্শক উপভোগ করেন। খেলায় অংশ নেওয়া বউ-শ্বাশুড়িরাও অনেকটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে খেলাটি সম্পন্ন করেন। শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ে বউদের হারিয়ে শ্বাশুড়ি দল প্রতিযোগীয় বিজয়ী হন।

মেলা দেখতে আসা অঞ্জলি রানী সরকার ও শ্যামলী রানী সরকার জানান, অনেক দিন পর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বউ-শ্বাশুড়ির মেলাটি আমাদের গ্রামে হয়েছে। খুবই ভালো লাগলো। মেলায় বউ-শ্বাশুড়িদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এই প্রতিযোগিতায় শাশুড়িদের দল বিজয়ী হয়। মেলাটি দেখতে অল্প সময়ের মধ্যে আশেপাশের শতশত নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের ঢল নামে।

জানা গেছে, ওমেন ইনিটিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (W4CD)আয়োজনে ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগীতায় আদর্শ পরিবার গঠন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এক জমকালো আয়োজনে বউ-শ্বাশুড়ির মেলার আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category