• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়ে দেশে ফিরেছেন হাফেজ মাহমুদ, ছাদখোলা বাসে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট / ১৪৭ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা বাংলাদেশি তরুণ হাফেজ মুয়াজ মাহমুদ দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিমানবন্দরে নামার পর বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অন্য আলেমরা তাঁকে সংবর্ধনা দেন। বিশ্বজয়ী হাফেজ মাহমুদকে সংবর্ধনা জানাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়। সেই বাসে করে তাঁকে তাঁর মাদ্রাসায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গত বুধবার স্থানীয় সময় জোহরের নামাজের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে সম্মাননা পদক ও পুরস্কার গ্রহণ করেন হাফেজ মুয়াজ মাহমুদ।

এর আগে ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শত শত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

এ ছাড়া চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category