• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট / ৪৮ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার রাজধানীর বারিধারায় ডিওএইচএসের স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে এই সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই তার বাসায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এদিন রাত সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে। তবে এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও কথা বলেননি।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ‘ব্যর্থ’ দাবি করে তার পদত্যাগ দাবি করে মধ্যরাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরেই রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে পড়েন হাসনাত আব্দুল্লাহ। এসময় কয়েকজন সাংবাদিক ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলেন। তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তিনি।

এর আগে রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি.. তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না।’

যারা তার পদত্যাগ চাইছেন, তারা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, এই ব্যবস্থা আমি করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category