• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

চন্দরপুর ব্রিজে ফাটল, ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কয়েক লাখ মানুষ

সামিয়ান হাসান / ১৯১ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

সিলেটের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে নির্মিত সুনামপুর-চন্দরপুর ব্রিজে ফাটল দেখা গেছে। এতে বেড়ছে যাতায়াত ঝুঁকি। সর্বশেষ নতুন করে গোলাপগঞ্জ উপজেলার একটি অংশে ব্রিজের শেষ মাথায় ফাটল ধরে মাটি ধসে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সুনামপুর-চন্দরপুর ব্রিজের উভয় পাশে ব্যাপক ভাঙনের ফলে নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এ ছাড়াও নতুন করে ব্রিজে বেশ কিছু ফাটল দেখা দিয়েছে। 

অটোরিকশা চালক মনু মিয়া বলেন, বন্যার পর থেকেই ব্রিজের একটু একটু করে ভাঙন শুরু হয়েছে। যার ফলে এই ব্রিজ দিয়ে যাতায়াতকারী কয়েক লাখ মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে দ্রুত স্থায়ী সমাধান করলে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি কমবে। 

সড়ক ও জনপদ বিভাগের সূত্র মতে, ৩০৬.৩৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত সেতুগুলোর প্রকল্পের আওতায় সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা উপর নির্মিত ঢাকা দক্ষিণ-সুনামপুর-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে কুশিয়ারা নদীর উপর ২শ’ ৪৯ দশমিক ৩৭ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণে ব্যয় হয় প্রায় ২৪ কোটি ৬২ লাখ টাকা। 

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলার প্রকৌশলী কর্মকর্তা দিপক কুমার বলেন, বর্তমানে ব্রিজের শেষের অংশে যে জায়গাটি নতুন করে ভেঙেছে সেটি পাশ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার আওতায় পড়েছে। খুব সম্ভবত তারা মেরামতের জন্য কাজ করছে।

গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ব্রিজের যে অংশে সমস্যা দেখা দিচ্ছে আমরা প্রাথমিকভাবে সমাধানে কাজ করে যাচ্ছি। এ ছাড়া ও স্থানীয়ভাবে সমাধানের জন্য ঊর্ধ্বতন মহলে যোগাযোগ হচ্ছে। আশা করা যায় পাঁচ থেকে ছয় মাসের মধ্যে স্থায়ীভাবে কাজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category