গাজীপুরের টঙ্গীতে তুরাগতীরে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সংঘর্ষের পর বিচারের দাবিতে তাবলীগ জামায়াতের সাদপন্থিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে তাবলীগ জামায়াতের সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিম দিক দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থাকা জুবায়েরপন্থিরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় সাদপন্থিরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
এখন পর্যন্ত এ ঘটনায় ৩ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাচ্চু মিয়া (৭০), ঢাকার বেলাল (৬০) এবং বগুড়া জেলার তাইজুল ইসলাম (৬৫) রয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকন্দার হাবিব জানিয়েছেন, পরিস্থিতি উত্তপ্ত থাকায় পুরো এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিরা জোড় ইজতেমা করবেন, কিন্তু জুবায়েরপন্থিরা তাদের বাধা দিচ্ছে। যার ফলে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে।