জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হচ্ছে। ইফতারের পর এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হবে বলে জানা গেছে।
তামিমের পরিবার তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে। আরেকটু ভালো সুযোগ-সুবিধা পেতে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এর আগে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, সন্ধ্যার পর তামিমকে ঢাকায় আনা হতে পারে।
সোমবার ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়েছিলেন তামিম। সেখানে হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ কেপিজে হাসপাতালে। সেখান দ্রুত তার হার্টে রিং পরানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। গতকালই তামিমের জ্ঞান ফিরেছিল এবং পরিবারের সঙ্গে কথা বলেছিলেন।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে কেপিজে হাসপাতাল থেকে জানানো হয়েছে, তামিম ভালো আছেন। দ্রুত উন্নতি করছেন এবং তার শঙ্কা কেটে গেছে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে তামিমকে অন্য কোথায় স্থানান্তর না করার পরামর্শ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। যদিও সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তারা পরিবারের হাতে ছেড়ে দেন।
পরিবার তামিমকে ঢাকা আনার ইচ্ছের কথা জানালে কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড বসান। বোর্ডের সিদ্ধান্তে জানানো হয়, হাসপাতাল পরিবর্তন করলে এই মুহূর্তে খুব একটা ঝুঁকি নেই। জানা গেছে, তামিম নিজেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। এরপরই তার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে।